Home / এক্সক্লুসিভ ডেস্ক / সুশান্তের মৃত্যুশোক ভুলতে না ভুলতেই আরেক আত্মহত্যা

সুশান্তের মৃত্যুশোক ভুলতে না ভুলতেই আরেক আত্মহত্যা

সুশান্তের মৃত্যুশোক ভুলতে না ভুলতেই আরও এক আত্মহত্যার সংবাদ। এবার আত্মহত্যা করেছেন ভারতের মডেল ও জনপ্রিয় টিকটক তারকা সিয়া কক্কর। বৃহস্পতিবার (২৫ জুন) দিল্লীর বাড়িতে আত্মহত্যা করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থার প্রধান অর্জুন সরিন। এই সংস্থার সঙ্গে কাজ করতে সিয়া।

তবে সিয়ার আত্মহত্যার কোনো কারণ জানাননি অর্জুন। তিনি ধারণা করছেন কোনো ব্যক্তিগত কারণেই এই পথ বেছে নিয়েছেন তিনি।

অর্জুন বলেন, ‘বুধবার রাতেই আমার সঙ্গে কথা বলেছে সিয়া। খুব স্বাভাবিকভাবেই কথা বলল। নতুন একটা প্রজেক্ট নিয়েও কথা হচ্ছিলো আমাদের। এই কাজ নিয়েও কোনো সমস্যা ছিলো না। আমার মনে হচ্ছে ব্যক্তিগত কোনও কারণেই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে সিয়া।’

টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই পরিচিত নাম সিয়া। টিকটকে তার ফলোয়ার সংখ্যা ১১ লক্ষ।

জানা গেল, শিগগিরই একটি মিউজিক ভিডিওতেও কাজ করার কথা ছিল সিয়ার। লকডাউনে আটকে যায কাজটি। মিথ বাদার্সের মিউজিক ভিডিওতে অংশ গ্রহণ করার আগেই বিদায় নিলেন ১৬ বছর বয়সী এই তারকা।

About Johir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

এবার খাগড়াছড়িতেও বাড়ল পর্যটন কেন্দ্র বন্ধের মেয়াদ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কক্সবাজারের পর এবার খাগড়াছড়িতেও সব পর্যটন কেন্দ্র বন্ধের মেয়াদ ...

নিম্ন আদালতে করা যাবে নালিশী মামলা

এখন থেকে নিম্ন আদালতে সব ধরনের নালিশী মামলা (ফৌজদারি মামলা) করা যাবে। ...