Home / তথ্য ও প্রযুক্তি / পরিবর্তন এসেছে গুগল ফটোসে

পরিবর্তন এসেছে গুগল ফটোসে

বর্তমান সময়ে অনলাইনে ছবি ব্যাকআপ রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ‘গুগল ফটোস’। এই অ্যাপ ব্যবহার করে যেকোনো ছবি-ভিডিও নিরাপদে রাখা যায়। এবার স্টোরেজ সেবাটির ডিজাইন ও সেবায় পরিবর্তন এনেছে গুগল।

পূর্বের ডিজাইনে গুগল ফটোসে চারটি ট্যাব থাকতো, কিন্তু তার মধ্যে ‘ফর ইউ’ ট্যাব বাদ পড়েছে। ফটোস, সার্চ ও লাইব্রেরি আগের মতোই থাকছে। তবে প্রতিটি ট্যাবের সেবায় পরিবর্তন এসেছে।

ফটোস ট্যাবে এখন থেকে ভিডিও চলবে অটো প্লে মোডে। এছাড়া ছবির আকার আরেকটু বাড়ানো হয়েছে। ট্যাবের একদম উপরের দিকে প্রিয়জনের সঙ্গে তোলা, সাম্প্রতিক সময়ের ও এক বছর আগের ছবির জন্য থাকবে আলাদা আলাদা বিভাগ।

ইন্টারেক্টিভ ম্যাপ থাকছে সার্চ ট্যাবে। গুগল ফটোস অ্যাপ চালুর পর থেকেই এই ফিচারের জন্য অনুরোধ পেয়ে আসছিলো গুগল। নির্দিষ্টভাবে কোনো স্থানে ছবি তোলা হলে তা ম্যাপের মাধ্যমেই দেখা যাবে। এছাড়া লাইব্রেরি ট্যাবে দেখা যাবে অ্যালবাম। থাকছে ট্র্যাশ, আর্কাইভ ও ফেভারিটস বিভাগ। ট্যাবের উপরের দিকে থাকবে প্রিন্ট স্টোর অপশন।

গুগল ফটোসের নতুন সংস্করণটি এখনও বিশ্বজুড়ে উন্মুক্ত করা হয়নি। আপাতত এই সুবিধা শুধু যুক্তরাষ্ট্র, ইউরোপ ও কানাডার বাসিন্দারাই পাচ্ছেন।

About Johir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

করোনায় সাধ ও সাধ্যের সমন্বয়ে দৃষ্টি স্মার্টফোন ব্র্যান্ডগুলোর

    বর্তমান ঘরবন্দি জীবনে ক্রেতারা ভিডিও এবং ফটোগ্রাফির পাশাপাশি ভালো পারফরমেন্সের ...

বড়াইগ্রামে ফেসবুকে স্টেটাস দিয়ে খৃস্টান নারীর আত্মহত্যা

বড়াইগ্রামে ফেসবুকে স্টেটাস দিয়ে খৃস্টান নারীর আত্মহত্যা নাটোর  প্রতিনিধি:                     নাটোরের বড়াইগ্রামের বনপাড়া ...