">
মোঃ ইমরান মাহমুদ : ব্যারিস্টার এস এম সাইফুল্লাহ রহমান কেন্দ্রীয় যুবলীগের সদস্য মনোনীত হওয়ায় ঘোষেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বেলতৈল উচ্চ বিদ্যালয় মাঠে ঘোষেরপাড়া ইউনিয়ন আওয়ামী মহিলালীগের ত্রি বার্ষিক সম্মেলন এ ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক , সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান জুয়েল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম লিটু, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান, ঘোষেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামিউল আলম বিএসসি, সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন আমেজ, সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান আলতাব, যুগ্ন সাধারণ সম্পাদক সুজাউদ্দৌলা সরকার, সাংগঠনিক সম্পাদক বাচ্চু মন্ডল, খাদেমুল মুরছালিন খোকন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মুবাশির হাসান প্রমুখ। এছাড়াও আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে ধন্যবাদ জানায়।
উল্লেখ যে, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের সদ্য ঘোষিত ২০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে কেন্দ্রীয় সদস্য হয়েছেন ব্যারিস্টার এসএম সাইফুল্লাহ রহমান । তিনি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়রের চর সগুনা গ্রামের শেখ মুহাম্মদ মোখলেছুর রহমানের বড় ছেলে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। তালিকার ২০০ নম্বরে কেন্দ্রীয় সদস্য হিসেবে ব্যারিস্টার এসএম সাইফুল্লাহ রহমানের নাম রয়েছে।
Leave a Reply