">
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়ন পরিষদে
মেয়ের উপর মিথ্যা মামলার প্রতিবাদ ও ধর্ষণের চেষ্টা মামলার সুষ্ঠ তদন্ত চেয়ে শুক্রবার
সকাল ১১ টায় লিখিত বক্তব্য পাঠ করেন ইউপির জানগ্রামের ছাবিনা বেগম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, শিবগঞ্জ থানার পুলিশ গত ২৪/১১/২০২০ তারিখে দুপুরে
আমার মেয়ে মারুফা আক্তার প্রিয়া সিহালী ফকির পাড়া গ্রামে তার স্বামী
শামিমের বাড়ীতে থাকা অবস্থায় একই ইউপির জানগ্রামের আঃ রশিদের ছেলে
বখাটে রামিম আমার মেয়েকে ধর্ষণের টেষ্টা কালে স্থানীয় জনতা কর্তৃক ধৃত
হয়। পরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের থানায় নিয়ে যায়।
এরপর বখাটে রামিমের পিতা ও স্থানীয় ইউপি সদস্য কাশেম দ্বারা পুলিশ
বিভিন্নভাবে প্রভাবিত হয়ে ধর্ষণের চেষ্টা মামলা না দিয়ে পতিতাবৃত্তি কাজে
লিপ্ত থাকার অভিযোগে ২৯০ ধারা প্যানাল কোর্ট আইনে বিজ্ঞ আদালতে প্রেরণ
করেন। এমন ঘটনায় আমার মেয়ে মারুফাকে কেন পতিতাবৃত্তি আইনে চালান
দিলো এটা আমার বোধগম্য নয়। এতে করে আমার পরিবার ও আমার মেয়ে
সামাজিকভাবে সমাজে হেয় প্রতিপন্ন হচ্ছে।
উক্ত ঘটনায় মারুফা বেগম বাদী হয়ে জেলা বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন
আদালত-২-এ অভিযুক্ত রামিম হাসান রিমনকে আসামী করে একটি মামলা দায়ের
করে। সংবাদ সম্মেলনে মারুফার মা ছাবিনা বেগম মেয়ের উপর মিথ্যা মামলার
প্রতিবাদ ও ধর্ষণের চেষ্টা মামলার সুষ্ঠ তদন্তের দাবী জানান। এসময় তার সঙ্গে
উপস্থিত ছিলেন মারুফা বেগম, গোলাম রব্বানী, জামিল উদ্দিন ও নুর ইসলাম।
জিএম মিজান শিবগঞ্জ বগুড়া
Leave a Reply