">
মনসুর আলম খোকন,সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৫ নভেম্বর থেকে
কর্মবিরতিতে থাকা বাংলাদেশ কালেক্টরেট সহকারী
সমিতি(বাকাসস)সাঁথিয়া উপজেলা শাখার উদ্যোগে রোববার
দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাঁথিয়া উপজেলা
পরিষদ সম্মেলনকক্ষে আয়েজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন
সংগঠনের সাঁথিয়া উপজেলা শাখার সভাপতি ও অফিস সহকারী
আমিরুল ইসলাম। তিনি সচিবালয়ের ন্যায় পদ পরিবর্তন ও বেতন
গ্রেড উন্নীতকরণের দাবি জানান। তিনি বলেন, ৩০বছর
চাকরি করেও অনেকে একই পদে থেকে দুঃখজনকভাবে অবসরে
গেছেন। কর্র্তৃপক্ষ বার বার আশ^াস দেয়া সত্বেও গত ২০বছর
ধরে দাবি পূরণ করা হয়নি। মুজিবর্ষেই তাদের ন্যায্য দাবি
বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ
করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংঠনের সাধারণ
সম্পাদক বজলুল হক, সহ সভাপতি জমির উদ্দিন,সংগঠনিক
সম্পাদক বাবুল উদ্দিন, নির্বাহী সদস্য বিউটি খাতুন, আব্দুল
মান্নান, শরিফুল হুদা, ফিরোজ মাহমুদ ##
Leave a Reply